সোমার ডায়েরী ফেসবুক ফ্যানপেজের যাত্রা শুরু হয় ২০ শে ফেব্রুয়ারী ২০১৯ সালে। সোমার ডায়েরী ফেসবুক পেজ লেখা প্রকাশের ক্ষেত্রে মূলত কষ্ট বা আবেগ মিশ্রিত লেখাগুলোকেই বেশি প্রাধান্য দেয়। মূলত ভাঙা মনের অনুভূতি আর বলতে না পারা কথাগুলোই লেখার ভাষায় ফুটিয়ে তোলা হয় সোমার ডায়েরী ফেসবুক পেজে। ভিজিটররাও চাইলে পেজে প্রকাশের জন্য লেখা জমা দিতে পারে।